বিশ্বকবির ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মেহেরপুরে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

মেহেরপুর অফিস: বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় জেলা প্রশাসক পরিমল সিংহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নুরুল আহমেদ। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাৎপর্য তুলে ধরেন মেহেরপুর সরকারি মহিলা কলেজের প্রভাষক ড. গাজী রহমান, কথা সাহিত্যিক রফিকুর রশীদ রিজভী, প্রভাষক মুরাদ আলী প্রমুখ।

আলোচকরা বলেন- কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে আদর্শে মানুষকে যেভাবে এগিয়ে যাওয়ার জন্য পথ দেখিয়েছে এবং বাঙালি জাতিকে সামনে যাওয়ার যে অনুপ্রেরণা যুগিয়েছেন, সেটাই অনুসরণ করে যেতে হবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, মেহেরপুর সরকারি কলেজের সহযোগী অধ্যাপক হাসনুজ্জামান মালেক, সহকারী কমিশনার জুবায়ের হোসেন, শুভ্রাদাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, শিল্পকলা একাডেমির সাবেক সাধারণ সম্পাদক সাইদুর রহমান, বর্তমান সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সহসভাপতি মো. মোমিনুল হক, সদস্য নিশার সাবের, সাংস্কৃতিককর্মী শামীম জাহাঙ্গীর সেন্টু প্রমুখ। পরে আবুল হাসনাত দীপু ও পারমিতা ভট্টাচার্যের উপস্থাপনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

Comments (0)
Add Comment