বিদ্যুতের দাম

আহাদ আলী মোল্লা

সকাল বিকেল চলে ওদের
দাম বাড়ানোর পাঁয়তারা,
যাদের পকেট ফুলবে খুবই
মূল্য বেশি চায় তারা।

বিদ্যুত রেট বৃদ্ধি মানেই
উৎপাদনের অন্তরায়,
কেউ কি এতে সায় দেবে ক’
দেশের জনগণ তোরাই।

চক্র আছে এর পেছনে
বুঝছে না তা সরকারও,
ওরা নাকি দেশ দরদী
আপনই; নয় পর কারো।

টাকার কাড়ি ওদের বাড়ি
কষ্ট কেবল গরিবের,
কী দুর্দশার জীবন দ্যাখো
লিস্টিখানা করি বের।

 

 

সূত্র: (বিদ্যুতের দাম বাড়ানোর পাঁয়তারা)

 

 

Comments (0)
Add Comment