বাড়তি ধকল

টিপ্পনী

টিপ্পনী
বাড়তি ধকল

সব কিছুতেই বাড়তি ধকল
টিসিবি দাম বাড়াচ্ছে,
জীবন চলার দিনগুলো খুব
কঠিন হয়ে দাঁড়াচ্ছে।

আমজনতার অভাব ভীষণ
হাটে যেতেও ডরাচ্ছে,
উন্নয়নের পসরা তবে
কারা কোথায় সরাচ্ছে?

দর বাড়ে রোজ গরিবরা তাই
আকালে দিন কাটাচ্ছে
এর ভেতরেও টাকার খামাল
ভিনদেশে কেউ পাঠাচ্ছে।

আমরা নাজাই নিজের জীবন
ধুঁকে ধুঁকে পোড়াচ্ছি;
যেইটুকু পাই তাই খেয়ে পেট
কোনো রকম জোড়াচ্ছি।

সূত্র:(কেজিতে ৫ টাকা বাড়লো টিসিবির ডাল-চিনির দাম)

Comments (0)
Add Comment