বলবে সবাই

আহাদ আলী মোল্লা

তোমার ছিল মর্যাদা খুব
স্বপ্ন ছিলো চোখে,
চলতি পথে দেখে তোমায়
সালাম দিতো লোকে।

কিন্তু তুমি পচার পচা
সেদিন ভোরে খেলে কচা
ভাঙলো নয়া জুত,
সত্যি তুমি আজব রকম
মানুষটা অদ্ভুত।

বাবু তোমায় চিনি চিনি
পরকে নিয়ে ছিনিমিনি
আর খেলো না আর;
বলবে সবাই ছ্যাবলা বেজুত
নষ্ট কুলাঙ্গার।

সূত্র (দামুড়হুদার কুড়–লগাছিতে ফুর্তি করতে গিয়ে মোক্তারপুরের হাসান আটক)

 

Comments (0)
Add Comment