আহাদ আলী মোল্লা
আহা দরদ উথলে ওঠে
বন্ধু দ্যাখে বন্ধুকে,
কিন্তু বাবা হাউস করে
জেলে যাবা কোন দুখে?
পরীক্ষা দাও অন্য লোকের
পয়সা ছাড়া ফাউ নাকি,
কেন্দ্রে যখন পুলিশ ঢোকে
তুমি ধরা খাও নাকি?
তোমার এখন সময় খারাপ
জেলের ঘানি টানতে হবে
মন্দ ভালো অনেক কিছু
ভালোভাবে জানতে হবে।
জেনে বুঝে দুই পা বাড়াও
নইলে এমন জেল
এবার যদি হয় তোমাদের
সামান্য আক্কেল।
সূত্র: (গাংনীতে বন্ধুর পরীক্ষা দিতে এসে বন্ধু জেলে)