আহাদ আলী মোল্লা
এক বখাটের সাথে সাথে
তিন বখাটে ঘোরে
খুব পাকামো করে
হেঁটে বেড়ায় সন্ধ্যা-দুপুর
কিংবা ভোরে ভোরে।
মুখে বাজায় শিস
এ ওর কানে কী যেন কয়
গোপনে ফিসফিস
বিদ্যালয়ের ছাত্রী দেখে
বলে আহা ইস!
হাতে থাকে মোবাইলফোনের
ধজা ধজা সেট
দেয় ছুড়ে চকলেট
ওদের জ্বালায় এই সমাজের
সবার মাথা হেঁট।
সূত্র: (আলমডাঙ্গায় বেড়েছে বখাটেদের উৎপাত : অতিষ্ঠ স্কুল-কলেজের ছাত্রীরা)