স্টাফ রিপোর্টার: বীর মুক্তিযোদ্ধা স্বাধীন বাংলাবেতার কেন্দ্রের কণ্ঠসৈনিক এবং গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে শোক প্রকাশ করেছে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখা। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ও সম্মিলিত সাংস্কৃতিক জোট চুয়াডাঙ্গা জেলা শাখার সদস্য সচিব নজির আহমেদ এক শোকবার্তায় বলেন ‘ফকির আলমগীরের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি। সেই সাথে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। প্রসঙ্গত, করোনাক্রান্ত হয়ে গত শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় ৭১ বছর বয়সে ফকির আলমগীর মারা যান।