প্রমিত বাংলা পরিষদের সম্মাননা পেলেন সাংবাদিক আজাদ মালিতা শিক্ষক আবুল হাশেম ও ফুটবলার সিরাজ

জীবননগর ব্যুরো: প্রমিত বাংলা পরিষদের ২০২৫ সালের সম্মাননা প্রদান করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে জীবননগর প্রেসক্লাবে জনাকীর্ণ এক অনুষ্ঠানের মাধ্যমে সাংবাদিকতায় চুয়াডাঙ্গার প্রতিথযশা সাংবাদিক আজাদ মালিতা, শিক্ষায় জীবননগর পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবুল হাশেম ও ক্রীড়ায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কৃতি ফুটবলার সিরাজুল ইসলাম সিরাজকে সম্মাননা ক্রেস্ট, সম্মাননা পত্র ও সার্টিফিকেট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের অধ্যাপক ড. মনজুর রহমান আজাদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিন গুণিজনের হাতে এ সম্মাননা তুলে দেন।
প্রমিত বাংলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেশের বিশিষ্ট শিক্ষাবীদ রুহুল আমীন মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মাননা প্রদান অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রমিত বাংলা পরিষদের জীবননগর শাখার সভাপতি এম আর বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জীবননগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোজাফফর হোসেন, সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ রেজাউল ইসলাম ও ভৈরব সাহিত্য সংসদের সভাপতি ডা. ইছাহক আলী। সঞ্চালনায় ছিলেন সাংবাদিক মাজেদুর রহমান লিটন।