প্রভাবশালী

আহাদ আলী মোল্লা

খাল দখলের মাস্টার প্লান
আমরা করি ক’জন,
একই সঙ্গে ফায়দা লোটে
আশেপাশের স্বজন।

খালে বিলে মাছ ছেড়ে খাই
মাঝখানে দিই বাঁধ,
আমরা নেতা সব খারাবির
ভ-েরও ওস্তাদ।

বলার কে আর আছে এমন
কে আর আছে দেখার
আমরা সবাই দল করে খাই
পেশাতে রাজবেকার।

জোল নদী বিল কব্জা করি
শক্তি আছে যবর,
কেউ নেড়ো না অকারণে
ক্ষেপলে আছে খবর।

সূত্র: (চুয়াডাঙ্গার ভাই মারা খাল প্রভাবশালীদের দখলে)

Comments (0)
Add Comment