ফ্রান্স থেকে চুরি যাওয়া পাবলো পিকাসোর একটি চিত্রকর্মটি নিউইয়র্কে পাওয়া গিয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এক দশেকেরও বেশি সময় আগে ‘দ্য হেয়ারড্রেসার’ নামক ঐ চিত্রকর্মটি প্যারিসের একটি স্টোর রুম থেকে হারিয়ে যায়। বৃহস্পতির যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, নিউইয়র্কে পাওয়া ঐ চিত্রকর্মটি ফ্রান্স সরকারকে ফিরিয়ে দেয়া হবে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালের নভেম্বরে প্যারিসের পোম্পিয়াডু সেন্টারের স্টোর রুম থেকে চিত্রকর্মটি চুরি হয়। পরে কপটতার আশ্রয় নিয়ে কারুশিল্প বলে জাহাজে করে এটিকে পাচার করা হয়।
২০১৪ সালের ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর আগে এটির কোনো খোঁজ পাওয়া যায়নি। এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়েছে কিনা তা জানা যায়নি।
১৯১১ সালে ‘দ্য হেয়ারড্রেসার’ চিত্রকর্মটি আঁঁকেন পাবালো পিকাসো।