আহাদ আলী মোল্লা
হিন্দু বৌদ্ধ খ্রিস্টান
ইহুদি না মুসলমান
মরলে কি আর খুব জরুরি
শ্মশান কফিন গোরস্তান?
জন্ম কখন কোথায় কার
বংশ কী বা ধর্ম তার
কার কী বা জাত কে কোন কূলের
এসব জানার কী দরকার?
কে তাজা কে মরা খায়
শুকর গরু ক্ষরা খায়
এসব নিয়েই তর্কে বিবেক
হঠাত যেন ধরা খায়।
রোহিঙ্গাদের জাত কূল মান
সবই দিলাম ফেলে,
মানুষ নামে বাঁচার মতো
একটু সুযোগ পেলে-
বাঁচতো মানবতা;
কিন্তু পালের গোদারা কেউ কয় না কোনো কথা!
সূত্র: (রোহিঙ্গাদের পাশে থাকবে বাংলাদেশ)