আহাদ আলী মোল্লা
কম দিয়ে বেশ চলে যদি
দেবেন কেন বেশি,
এই আচরণ নতুন তো নয়
খুব পুরোনো; দেশি।
চালাক চতুর ধূর্ত সেয়ান
মেরে খাওয়ার বড্ড ধেয়ান
এই হলোগে কাম,
বড় স্যারের পকেট ভরে
নেয় ছোট বদনাম।
কেউ তলিয়ে দেখছে না তা
হিসাব নিকাশ ব্যয়ের খাতা
কার পকেটে কত;
কেবল সবাই চেঁচিয়ে যায়
রাম ছাগলের মতো।
একটু করুন সবর;
পাবেন মজার খবর!
সূত্র (আলমডাঙ্গার হাটবোয়ালিয়া জেএসসি কেন্দ্রে কক্ষপরির্দশকদের ভাতা কম দেয়ার অভিযোগ)