পগার পার

আহাদ আলী মোল্লা

বখাটেদের পাল্লা ভারি
তাদের দলেই লোক,
সবাই কেমন যায় এড়িয়ে
ওদের যা হয় হোক।

এক বখাটের সঙ্গে ঘোরে
সাত বখাটের দল,
পথেঘাটে ফিট করেছে
তারা নানান কল।

দেখলে পথে নারী কোনো
মুখে বাজায় শিস,
ওদের গালে মিষ্টি মধু
অন্তরে খুব বিষ।

ওদেরকে দাও গণপাচন
নাংলা পাচন আর,
চাটি মেরে পাটি খেদাও
পগার করো পার।

 

সূত্র (মুজিবনগরে পিকনিকের ছাত্রীদের উত্ত্যক্তকারী বখাটেদের সাথে ছাত্রদের সংঘর্ষ)

 

Comments (0)
Add Comment