আহাদ আলী মোল্লা
সোনায় কি আর পেট ভরে গো
কমে কমুক দাম,
চালের হাটই সব উন্নতির
দেয় করে বদনাম।
মোটা চালের চিকন চালের
দোষটা এখন দি’ কোন চালের
সব চালে এক বাঁশ,
আজকে খেয়ে কালকে উপোস
হিসাব করে খাস।
গয়না পরে ময়না সাজার
সময় এখন কই,
খাইখরচের মাসিক টাকার
মিলছে না অঙ্কোয়।
পুরোনো গিদ খতম কাবার
নুন আনতে পান্তাই,
খিদের জ্বালা বড় জ্বালা
টিকছে না আর জান তাই।
সূত্র: (দেশের বাজারে কমেছে সোনার দাম)