আহাদ আলী মোল্লা
লোকে কয়
নিয়ম এখন টাকার কাছে বিক্রি হয়
পকেট বোঝাই থাকলে টাকা
জোটে অনেক মামা-কাকা
তখন নিয়ম ঠিক কি রয়?
টাকা দিলেই চাকরি মেলে
অযোগ্যরাই নিয়োগ পেলে
ব্যাপারখানা কেমন হয়-
মধুময় মধুময়!
টাকার খুবই সেন্ট রয়েছে
কে কয়েছে
ছড়ান টাকা দেখি
সুগন্ধ যে এ কী!
টাকায় করে দিনকে রাত
নিয়ম-নীতি কুপোকাত।
সূত্র (মেহেরপুর কবি মঞ্জিলের প্রধান শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ)