নিরাপদ আশ্রয়

আহাদ আলী মোল্লা

মা জননীর ভালোবাসা
স্বর্গ সমান হয়,
তিনি হলেন শান্তি সুখের
ত্রাতা জগন্ময়।

মায়ের আশিস আর মমতার
হয় না কোনো ক্ষয়,
তার কোলে যেই মাথা রাখি
ঘুম আসে নিশ্চয়।

মায়ের কোনো নেই তুলনা
তার মতো কেউ নয়,
মা’র হাতে খুন হয় সন্তান
কিসের অবক্ষয়?

মা হয়েছেন গুপ্ত ঘাতক
শুনলে লাগে ভয়,
কলঙ্কিত হলো শিশুর
নিরাপদ আশ্রয়।

সূত্র: (দামুড়হুদায় পাষাণী মায়ের হাতে ছেলে খুন)
১০.০৬.২০১৭

Comments (0)
Add Comment