নজির

আহাদ আলী মোল্লা

খুনের বদলা খুন যদিও
ভদ্র ভাষায় ফাঁসি,
সাতখুনে রায় এমন হবে
চাচ্ছিলো দেশবাসী।

চাওয়ার সাথে খাপে খাপে
পাওয়ার মিলন হলো,
গড়িমসি খাটবে না আর
তোমরা এবার ঝোলো।

রাজত্ব খুব করলে, ছিলে
স্বঘোষিত রাজা,
দিন বানাতে রাত বানাতে
ইচ্ছে হতো যা যা।

কী যে মানান গাড়ি বাড়ি
স্বর্গ ধুলোর ধরায়,
কিন্তু খোদা এক নিমেষেই
ভিটেয় ঘুঘু চরায়।

তার নমুনা লক্ষ হাজার
জানা সখা-সখির,
কিভাবে হয় এক তিলেকেই
বাদশা পথের ফকির।

দেখলে ছোট নজির তারই
নিদর্শনও তার,
আজকে কোথায় সেই তোমাদের
প্রভাব অহঙ্কার।

সূত্র: (নূর হোসেন-তারেক সাঈদসহ ১৫ জনের ফাঁসি বহাল)

Comments (0)
Add Comment