আহাদ আলী মোল্লা
কলেজ রেখে ফাজিলগিরি
করলি পুলিশ পার্কে,
এই বেতমিজ ঠিক করে ক’
সঙ্গে ছিলো আর কে?
তোর সাথে যে পিরিত জমায়
সেই বেঢাটি কার কে?
নালিশ দেবো আজই গিয়ে
তোর কলেজের স্যারকে।
আকাম ব্যাটা খুব করেছিস
সকাল বিকেল সন্ধে,
পারলে এখন নতুনভাবে
লেখাপড়ায় মন দে।
নইলে বাপু পড়ার নামে
রাখিসনে আর ধন্দে,
করবি কামাই গতর খাটা
বাপের মাঠে জন দে।
সূত্র: (চুয়াডাঙ্গা পুলিশ পার্ক থেকে আটক ১৯)