দুর্ঘটনা

টিপ্পনী

টিপ্পনী

দুর্ঘটনা

সড়কে রোজ মরছে মানুষ
হাজার জীবন যাচ্ছে,
রক্তে সড়ক হয় লালে লাল
সবাই কি টের পাচ্ছে।

হাজার হাজার পরিবারেও
গুমরে চলে কান্না
কর্তা যারা এসব তারা
দেখতে কি রোজ পান না?

নয় নিরাপদ সড়ক কোথাও
ভড়ক শুধুই চলছে
হাজারো প্রাণ যায় ঝরে তাও
মন কি ওদের গলছে?

অবৈধ যান দাপায় খালি
সড়ক তাদের দখলে;
হায় মসিবত এর খেসারত
দিচ্ছি দেশের সকলে!

সুত্র:(ঝিনাইদহে সড়কে দুই র‌্যাব সদস্যসহ নিহত-৩)

Comments (0)
Add Comment