আহাদ আলী মোল্লা
চালের বাজার বাড়ছে ধাপে ধাপে
দেখছি তোরা কী করে ভাত খাস
ক’দিন পরে মরবি খিদের চাপে
মোটা চালের দাম কেজি পঞ্চাশ।
মিল মালিকের সাইনবোর্ডে হাজি
লিখে লিখে রাখছে ওরা ঠিকই
তার ভেতরে বিরাটই কারসাজি
কেউ জানে না গলদ আছে কী কী।
কাটছে না ছাই চালের হাটের ভীতি
দামের নাগাল পাওয়া কঠিন দায়
স্বাভাবিক আর হয় না পরিস্থিতি
কোন হালে তিন বেলা এখন খাই।
কেউ খোলে না দাম বাড়নের জট
সিন্ডিকেটের ধজাধারী কারা
তাদের এবার উল্টিয়ে দাও ঘট
দিয়ো না লাই বা কোনো আশকারা।
সূত্র: (মিল মালিকদের কারসাজিতে চালের বাজার অস্থির)