আহাদ আলী মোল্লা
পয়সা দিলেই রাস্তা ফাঁকা
জব মেলে জাল স্বাক্ষরে,
এই ঘটনা হয় কি না কন
ঠান্ডা মাথায় তাক করে।
হঠাত সেদিন যেই না হলো
সভাপতির ইন্তেকাল,
সুযোগ বুঝে এক ধড়িবাজ
চাকরি গেল কিনতে কাল।
সভাপতির মরার পরেও
নিয়োগ হলো শিক্ষিকার
যায় না বোঝা এর পেছনে
শক্তি লাগে ঠিক কী কার।
নিয়োগ হাত-টেক্কা কার?
তিনিই হলেন হেড কাকা জান
পকেটে যায় চেক কাকার।
ব্যাপারটা খুব দক্ষতার!
বললে হবে হামলা হানা
দিন কি আছে হক কথার?
সূত্র: (হরিণাকুন্ডুতে সহকারী শিক্ষক দাবি : সভাপতির স্বাক্ষর জালের অভিযোগ))