আহাদ আলী মোল্লা
হাসপাতালে দালাল ঘোরে
দালাল ঘোরে বাইরে,
তাদের চরম অত্যাচারে
বাঁচার উপায় নাই রে।
দালালরা খুব ধান্দা করে
পেট ফুলিয়ে নান্দা করে
রোগীর বাড়ে জ্বালা,
দালাল কাছে এসে পাতায়
চাচি মা-বোন খালা।
আত্মীয়তা পাতিয়ে নিয়ে
পয়সা কড়ি হাতিয়ে নিয়ে
তারা পগার পার,
ওরা মদদপুষ্ট কারোর
কার বা ধারে ধার!
ঘোরে ফেরে ভদ্রবেশে
খাতির জমায় কাছে এসে।
সূত্র: (চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দালালদের দৌরাত্ম্য)