দালাল

টিপ্পনী

টিপ্পনী

দালাল
আহাদ আলী মোল্লা

করিসনে ভাই দালালি
দেশটা তোরা জ্বালালি
দেশের বারো বাজাসনে আর
থাম রে এবার থাম;
হচ্ছে রোজই আমার দেশের
কতো না বদনাম!

দুর্ভোগে খুব ভোগালি
হয়রানি বেশ জোগালি
আসছে সময় খারাপ এবার
কর তোরা সব চুপ;
জানি তোদের মনোভাব ও
খুব ভয়ানক রূপ!

মাল কড়ি খুব কামালি
এই পথে পা নামালি
খুব করেছিস খারাপ-কুকাম
খাটগে এবার জেল;
সব দালালের মুখে ঝাঁটা
খতম খতম খেল।

সূত্র (ঝিনাইদহে ভ্রাম্যমাণ আদালতে বিআরটিএ দালালের কারাদণ্ড)

Comments (0)
Add Comment