দামুড়হুদায় বন্যার্তদের সাহায্যে পথ কনসার্ট অনুষ্ঠিত

দামুড়হুদা প্রতিনিধি: ‘দেশ ভাসছে বন্যায়, নিরব থাকা অন্যায়’, এই সেøাগানকে সামনে রেখে দামুড়হুদায় বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে পথ কনসার্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দামুড়হুদা বাসট্যান্ডে এই পথ কনসার্ট অনুষ্ঠিত হয়। চুয়াডাঙ্গা জেলার সাংস্কৃতিক কর্মীবৃন্দদের আয়োজনে পথ কনসার্টে শিল্পীরা বলেন, দেশের মানুষ বন্যায় ভাসছে। তারা কত বিবর্ণ দিন পার করছে। এখন তারা কত অসহায় জীবন যাপন করছে তা আমরা সকলেই মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্ছি বা জানতে পারছি। আজ আপনাদের গান শোনাবো, সেই সাথে দেশের বন্যার্তদের পাশে দাঁড়াতে আপনাদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। এ সময় জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। সকলে যে যার যার স্থান থেকে যতটুকু সম্ভব বন্যার্তদের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন। সকলেরই প্রত্যাশা দেশের বন্যার্তদের সাহায্যে সকলে যেন এগিয়ে আসে। পথ কনসার্টে চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন সাংস্কৃতিক শিল্পীবৃন্দ সুন্দর সুন্দর গান পরিবেশন করেন।