অপসংস্কৃতি রুখতে বাংলার আদি সংস্কৃতি ধারাকে লালন করতে হবে
দর্শনা অফিস: দর্শনা আকন্দবাড়িয়া বাউল পরিষদের আয়োজনে বাংলার ঐতিহ্যের সন্ধ্যানে প্রতি বছর বাউল মন পত্রিকা প্রকাশিত হয়ে থাকে। প্রকাশনার ১৮ বছর বাউল মন পত্রিকার প্রকাশনা উৎসব দর্শনা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যায় অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, আকাশ ও অপসংস্কৃতি রোষানলে পরে আজকের প্রজন্ম বিপর্যস্ত। এখান থেকে বের হতে হলে বাংলার আদি সংস্কৃতিধারার চর্চার কোনো বিকল্প নেই। ঐতিহ্যবাহী লোক সঙ্গীত হচ্ছে বাংলার শেকড় সাংস্কৃতি। বাউল গানে আছে মাটির গন্ধ, হৃদয় মোহিত করে সুর। যারা আদি সাংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে কাজ করছেন, তারাই বাউল। বাউলরা হচ্ছে শাদা মনের মানুষ ও নির্লোভ। বাউলদের মধ্যে নেই সাম্প্রদায়িকতা। বর্তমান সরকার আদি সংস্কৃতিকে টিকিয়ে রাখার জন্য বেশকিছু কর্মসূচি গ্রহণ করেছে। ধীরু বাউল এ ধারাকে ধরে রেখে অবশ্যই প্রশংসিত হচ্ছেন। ধীরুর এ উদ্যোগ টিকিয়ে রাখতে আমরা পাশে থাকবো। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ বলেন, আমার সংস্কৃতি আমার পরিচয়, আমার প্রকাশ। বাউলরা শুধুই গান গাইবে তা নয়, এটি একটি দর্শন। বাউলরা হচ্ছে আত্মার ধ্বনি, যা কখনো তারা প্রকাশ করেন না। যা পান, তাতেই তারা খুশি থাকেন। ধীরু বাউলের নিয়মিত এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। দর্শনা বাউল পরিষদের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর শোনিত কুমার গায়েন, আ.লীগ নেতা গোলাম ফারুক আরিফ, কবি ও সাহিত্যিক আবু সুফিয়ান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- বাউল মনের প্রকাশক সম্পাদক বাউল পরিষদের প্রতিষ্ঠাতা সাংবাদিক মনিরুজ্জামান ধীরু। দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি হানিফ মণ্ডলের প্রাণবন্ত উপস্থাপনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল, সাধারণ সম্পাদক চঞ্চল মেহমুদ, সাবেক সভাপতি আওয়াল হোসেন। পরে এমপি টগরসহ অতিথিরা প্রকাশনা উৎসবের বাউল মন পত্রিকার মোড়ক উন্মোচন করেন