থুড়ি

আহাদ আলী মোল্লা

হায়রে তেলসমাতি;
দিনে দিনে যাচ্ছে কোথায়
এই বাঙালি জাতি।

ইল্লতি ভাব কাটছে না তো
ম্যাছলা স্বভাব তাও,
খায় ঢকাঢক আলকাতরা
মাগনা যদি পায়।

দুধ বেচে ঘোল কিনেও আনে
অনেক নাদান হ্যাবলা,
চুনা খেয়েও হজম করে
কিছু ফাজিল ছ্যাবলা।

বাদাম বেচে খায় যে ব্যাটা
কান্দে নিয়ে ঝুড়ি,
তার ভেতরে মাদক থাকে
ভুল কি হলো থুড়ি!

 

সূত্র: (আলমডাঙ্গায় বাদাম ব্যবসার আড়ালে ফেনসিডিল)

Comments (0)
Add Comment