আহাদ আলী মোল্লা
পেটাও মানুষ ধরে বেঁধে
আহা সাহস কী যে,
তোমরা নাকি সমাজপতি
মোড়ল সাজো নিজে।
একটা মোড়ল দুটো মোড়ল
মোড়ল কয়েক ডজন,
সবাই বেকুব খামখেয়ালী
চেনে কেবল স্বজন।
ওদের জ্বালা নির্যাতনে
কেন্দে মরে পড়শী,
মোড়ল মানেই লোক ঠকানোয়
বড্ড পারদর্শী।
মানুষ যারা বাঁধলো গাছে
এবার বাঁধো তাদের,
এটাই ভাষা সাধারণের
তীব্র প্রতিবাদের।
সূত্র (চুয়াডাঙ্গার গবরগাড়া গ্রামে বিদ্যুতের পোলে বেঁধে নির্যাতন)