তিনি

আহাদ আলী মোল্লা

সরকারি সব ওষুধ আসে
বিক্রি করে খান তিনি,
মাসের শেষে বেতন-ভাতাও
উচিত রকম পান তিনি।

অফিস করেন কাঁটায় কাঁটায়
দেরিতে বেশ যান তিনি,
বরাদ্দ সব ভাগে ভাগে
বসে মারেন দান তিনি।

পিক ফেলে সব দেয়াল খেদে
চিবোন শুধু পান তিনি,
কেউ কি কিছু বললো নাকি
সজাগ রাখেন কান তিনি।

চুরি করেও পড়লে ধরা
করেন হরেক ভান তিনি
পরের জিনিস লুটে নিজের
বজায় রাখেন মান তিনি।

 

সূত্র (নতিপোতায় পরিবার পরিকল্পনা পরিদর্শক মতিয়ারের বিরুদ্ধে সরকারি ওষুধ বিক্রির অভিযোগ)

Comments (0)
Add Comment