আহাদ আলী মোল্লা
মাদকে যে কিসের মধু
মাছি করে ভনভন,
বার্মা থেকে ভারত থেকে
আসছে মাদক টনটন।
এই মাদকে যাচ্ছে ডুবে
যুবসমাজ রোজ,
উচ্চ মহল এসব কিছুর
রাখে না গো খোঁজ।
এই মাদকের গুষ্টি কিলাই
গুষ্টি কিলাই ওদের,
যাদের কাছে মূল্যই নেই
বুদ্ধি বিবেক বোধের।
ওদের পকেট ভরছে টাকায়
পাচ্ছে কিছু অংশ;
তাতে কি আর আসে ওদের
সমাজ হলে ধ্বংস।
সূত্র (চুয়াডাঙ্গায় র্যাবের হাতে দুই মাদকব্যবসায়ী আটক)