আহাদ আলী মোল্লা
বিএডিসির বস্তা চুরি
এটাতো খুব সস্তা চুরি
কঠিন কঠিন চুরি হলেও
কে আর ওসব টের পায়,
আজকে লেবার পড়লে ধরা
কালকে জিনিস ফের পায়।
ওনারা খুব দামি জিনিস
খুব সহজেই করেন ফিনিস
ওপর-নিচের মামা-খালু
পয়সা দিয়ে হাত করেন,
খেয়েও বাজিমাত করেন।
গডফাদারের ফাদার এবং
সঙ্গে নাটের গুরু,
তবে কেন বুকটা তাদের
কাপবে দুরুদুরু!
সূত্র: (চুয়াডাঙ্গা বিএডিসি খামার থেকে বস্তা চুরি)