চোদ্দ শিকের দালান
পর নারীকে বউ সাজিয়ে
রাখলে তাকে বাসায়,
তারপরে যা করলে বাবা
যায় না বলা ভাষায়।
খুন খারাবি ধরে বেড়াও
নানান আইন ধারায়,
কিন্তু তোমার কা- দেখে
অন্যরা জ্ঞান হারায়।
সবাই করে কানাকানি
গলদ নাকি গোড়ায়,
কিন্তু তুমি সব কিছু তাও
কেয়ার করো থোড়ায়।
আদালতের কানায় পড়ে
করলো পুলিশ চালান,
অবশেষে দেখলে তুমি
চোদ্দ শিকের দালান।
সূত্র: (চুয়াডাঙ্গায় ধর্ষণ মামলায় পুলিশ কনস্টেবল বকুল জেলহাজতে)