টিপ্পনী:

 

খবর: (আলমডাঙ্গার খাসকররায় জিন তাড়ানোর নামে কবিরাজের নির্যাতন)

কবিরাজের পাকামো খুব
কী আর করো তোরে,
আজব যতো কার্যকলাপ
দেখেই মাথা ঘোরে।

নষ্ট গুড়ের খাজারে তুই
করলি ভাজা ভাজারে তুই
মারলি লোকের বিবি;
কেমন করে এই খারাবির
সঠিক জবাব দিবি।

সাত বেকুবের বেকুব ছোড়া
ভ-ামিতেও পাকা,
মাদক সেবন করে বেড়ায়
ধান্দা করে টাকা।

ভাউতাবাজির কবিরাজি
করলো শেষে তাই-
ঘর থেকে সে উড়োতাড়া
এখন বাড়ি নেই।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment