টিপ্পনী

 

খবর: (ঝিনাইদহে শাদা পোশাকে পুলিশ পরিচয়ে ৫ জনকে তুলে নেয়ার অভিযোগ)

শাদা পোশাক পরে দাদা
করেন ভালো কাম,
সারাদেশে তবু ওনার
ছড়ানো বদনাম।

ওখান থেকে মানুষ হওয়া
খুঁজে খুঁজে যায় না পাওয়া
কেউ হয়ে যায় গুম;
পুলিশ তবু নিআরামে
নাক ডেকে দেয় ঘুম।

ওরা তাবৎ জানে
নেয় না কিছু কানে
গন্ধ পেলেই ছোটে কেবল
সন্ধানে সন্ধানে।

ধরে নিয়েই অস্বীকার
করে নাকো দোষ স্বীকার।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment