টিপ্পনী:

খবর: (মুজিবনগরে ভৈরব নদীতে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে একজনের জরিমানা)

ওরা সবাই নদী খেকো
চালাক চতুর বাটপার,
ধরাছোঁয়ার আগেই তারা
নিমিষে হয় ঘাট পার।

আইন কানুন করলে প্রয়োগ
ওরা করে বানচাল,
সুযোগ পেলে লুট করে নেয়
পরের ঘরের ধান চাল।

খাস জমিও দখল করে
পড়ছে ফাঁকে সরকার,
কেউ জানে না ওরা কখন
ভাঙছে এসে ঘর কার।

তাই তো বাবা কী লাভ করে
অল্প কিছু জরিমানা,
মাফ করে দাও ফিরে এসো
আজকে সবাই করি মানা।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment