টিপ্পনী:

 

খবর: (মেহেরপুরে ঘরে বউ রেখে স্কুলছাত্রীকে নিয়ে পালিয়েছে ভ্যানচালক)

খায়েশ ছিলো ভিন্ন রকম
ভ্যান চালকের বুকে
অন্য সবার ভালোবাসা
দেবোই দেবো রুখে।

ভ্যান চালিয়ে ক্যান পালিয়ে
আজকে ইজু উধাও,
কী কারণে করলো এমন
শিগগিরই তা শুধাও।

খুঁজে হদিস মিলছে না তার
কোথায় আছে সে
বলতে পারিস কে
তোরা না হয় একটুখানি
খবর টবর দে।

ভ্যান চালিয়েও লুটলো মজা
আমরা হলাম বোকা,
ওরা কি আর আছে এখন
ছোট্ট খুকি-খোকা।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment