টিপ্পনী:

 

খবর: (দামুড়হুদার চ-িপুরে শ্বশুর কর্তৃক পুত্রবধূ ধর্ষণের অভিযোগ)

ফাজিল খুবই শ্বশুর
কাজ করেছেন পশুর
সবাই জানে তার ভেতরে
কতো গলদ কসুর।

কাজ কী বেটা পাজির
লোকের বেডে হাজির
সকল কাজে নষ্টামি তার
কাজি সকল কাজির।

লোকটা খুবই বাঁদর
পৌষকে বানায় ভাদর
পুত্রবধূ ঘরে নিয়ে
আবডালে হয় আদর।

ফচকে মরদ আবার
খায় নিষিদ্ধ খাবার
কিভাবে কী হয়ে গেল
বিষয়টা খুব ভাবার।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment