খবর: (আলমডাঙ্গার শালিকায় নেশা করে মোটরসাইকেল চালাতে গিয়ে তিনজন আহত)
গাঁজাখোরের মাথা ঘোরে
বনবনিয়ে খায়,
পড়লো তারা জখম হয়ে
আলমসাধুর ধাক্কায়।
ঘোরে তারা এদিক ওদিক
কোলকে টানার ধান্দায়,
গোঁজের গোড়ায় পড়লে ঠিকই
অল্প কিছু সান্দায়।
টাল বাছাদের ঘোর কাটে না
দু’চোখ ভাসায় কান্নায়,
শপথ করে বলে তারা
এই জনমে আর নাই।
ঘোর কাটে যেই আবার শুরু
দিচ্ছে গাঁজায় টান,
ফিল ফাজিলের বাসা ওরা
ভ- মানিক চান।
-আহাদ আলী মোল্লা