টিপ্পনী:

খবর: (বিদ্যুতের দাম ইউনিটে ১ টাকা বৃদ্ধির প্রস্তাব)

দাম বাড়ে রোজ রোজ
মাসে মাসে দাম বাড়ে
টেনশনে আমাদের
শরীরে ঘাম বাড়ে।

দুই হাতে খেটে মরি
আরো বেশি কাম বাড়ে,
তাও নাকি দিনে দিনে
ওনাদের নাম বাড়ে।

ঘরে নেই চাল ডাল
তবু খুব পাম বাড়ে
তাই ডেলি সাহেবের
পয়সার খাম বাড়ে।

যারা মরে মরে যায়
খালি পেটে থাকে
এইসব কথা বলো
জানে দেশে কে কে?

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment