টিপ্পনী:

খবর: (আসছে এরশাদের ১০ দলীয় জোট)

বাড়ছে জোটের বহর দেশে
বাড়ছে নেতা জোটের
একই সাথে সব মানুষের
বাড়ছে ব্যারাম ভোটের।

তারা সবাই এমপি হবেন
মিলিজুলি সরকার,
নির্বাচনে তাই ওনাদের
ভোটটা খুবই দরকার।

জোট গঠনে ব্যস্ত সবাই
নির্বাচনের হাওয়া দেখে,
জনজনতাও টের পেয়েছে
নতুন এ গান গাওয়া দেখে।

আমরা আছি কোমর বেঁধে
করবো ভোটে যাচাই,
কেমন করে এমপি হবেন
আমরা যদি না চাই।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment