টিপ্পনী

খবর:(গঙ্গা চুক্তি অনুযায়ী পানি পাচ্ছে না বাংলাদেশ)

এবার বুঝি ভরবে নদী
স্বপ্নে হলাম অন্ধ,
কিন্তু দেখি পাানির ধারা
সারা বছর বন্ধ।

পাশের দেশে টইটম্বুর
উর্মি সরব গঙ্গা,
বাংলাদেশের সব নদীতে
সমানে যায় মঙ্গা।

মুখের কাছে মুলো ঝোলে
সামনে চালের বস্তা,
এবার বুঝি মিটবে ক্ষুধা
বাজার হবে সস্তা।

স্বপ্ন দেখি সারা বছর
করবে দাদা রক্ষা,
চুক্তি থাকে কলম খাতায়
বাস্তবে সব ফক্কা।

-আহাদ আলী মোল্লা।
০৪.০৩.২০১৭

Comments (0)
Add Comment