খবর: (শিশুকে সেতুর ওপর থেকে ছুঁড়ে ফেলে স্ত্রীকে চুবিয়ে হত্যা)
কী ভয়ানক ব্যাপার শুনে
গায়ে আসে জ্বর
বিরাট ভয়ঙ্কর
চমকে ওঠে পিলে সবার
গা কাঁপে থরথর।
হায়রে বাবা হায়রে স্বামী
ঘাতক তুমি কী যে,
তুমি কেমন ভয়াল ঘাতক
বিচার করো নিজে।
কোলের শিশু খুন করেছো
খুন করেছে বউ,
সারা জীবন কারাগারে
পাপের জ্বালা ধোও।
মানুষ নামের পশু তুমি
পশুর অধম সেও,
এই জনমে থাকবে না আর
তোমার পাশে কেউ।
-আহাদ আলী মোল্লা
-আহাদ আলী মোল্লা
২০.০২.২০১৭