টিপ্পনী:

খবর: (রডের বদলে বাঁশ দিয়েও শাস্তি নামমাত্র)

দালান ঘরে রড লাগে না
বাঁশেই চলে কাম,
তোমরা এবার বোঝো কেমন
ঠিকাদারের দাম।

আধুনিক এই প্রযুক্তিতে
দিলেও কাঁচা বাঁশ,
লাগবে না ঘুণ তাতে মোটেও
সারা বছর মাস।

বাঁশের সাঁকো দিয়ে এখন
রেল হয়ে যায় পার,
এই যে মডেল ঠিকাদারের
নতুন আবিষ্কার।

লোহা-রডের দাম বেড়েছে
চালাও দেদার বাঁশ,
পারলে এবার করে ফেলুন
সংসদে বিল পাস।

বাঁশের কদর বাড়লো দেশে
তাই ওরা কেউ যায় না ফেঁসে।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment