টিপ্পনী:

খবর: (চাকরির প্রলোভন দেখিয়ে ভারতের ব্যাঙ্গালুরুতে পাচার)

পাম মেরে আর ফোঁস লাগিয়ে
পাচার করো লোক,
তোমার তবিল ফুলছে ঠিকই
ওদের যা হয় হোক।

পাচার করে কামাও টাকা
ঘামাও মাথা খুব,
সমস্যা যেই হয়ে ওঠে
অমনি পাড়ো ডুব।

হাওয়া-বাতাস গায় লাগে না
পার পেয়ে যাও বেশ,
যে মরে তার পরিবারে
থাকে শোকের রেশ।

অপরাধীর হয় না কিছু
মুচকি মিঠে হাসে,
ভালো মানুষ অবশেষে
মকদ্দমায় ফাঁসে।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment