টিপ্পনী

খবর:(আদম বেপারির খপ্পরে পড়ে প্রবাসে বিপাকে গাংনীর হাফিজুল)

লাখ লাখ টাকা নিয়ে
তবিলেই ভরে সে,
বিমানের টিকিটেও
কারসাজি করে সে।

পাঠাবে না লোকজন
মোটে কম দরে সে,
ফোঁস দিয়ে পাম মেরে
খাসাগুলো ধরে সে।

আজ ভিসা কাল ভিসা
শুধু কয় পরে সে,
টাকা মেরে ফরফিট
রাতারাতি সরে সে।

কাড়ি কাড়ি মামলায়
কাঁপে রোজ জ্বরে সে,
পুলিশের ভয়ে তাই
শোয় নাকো ঘরে সে।

Comments (0)
Add Comment