টিপ্পনী:

খবর: (ইসলামী বিশ্ব বিদ্যালয়ের এফ ইউনিটে প্রশ্ন ফাঁসের অভিযোগ)

আমরা আছি প্রশ্ন ফাঁসের যুগে
মরছি ভুগে ভুগে
অযোগ্যরা এগিয়ে যায়
যোগ্যরা রয় পিছে
আইন কানুন মিছে।

প্রশ্ন হলো ফাঁস
ফেল পাটিরা পাস
এমন দশাই সারা বছর
দেখছি সারা মাস।

যাদের হাতে প্রশ্ন থাকে
যারা এসব ফাঁস করে,
তারা সোনার বাংলাদেশে
রাজার হালে বাঁশ করে।

কারণ আছে অনেক রকম
আছে অনেক কায়দা
আম্মুজানের লোক তারা তাই
লুটছে অনেক ফায়দা।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment