টিপ্পনী:

খবর: (চুয়াডাঙ্গায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ৪ চোর আটক)

রোজ রোজ চুরি করো
ঠিকই যাও ফসকে
খুঁজে পাওয়া বড় দায়
করেছিলো দোষ কে?

দশ দিন দশ রাতে
চুরি করো এক সাথে
একদিন ধরা খেলে ঠিক
ধিক ব্যাটা ধিক।

চুরি করে দিন চলে
ডাঁট মারো কৌশলে
তারপরে গ্যাঁড়াকলে
পড়লে-
জেলঘরে চড়লে।

এক চোর দুই চোর
চোরে চোরে দোস্তি
চার গোদা ধরা খেলো
লোকে পেলো স্বস্তি।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment