টিপ্পনী

খবর:(জীবননগরে মাদক ব্যবসার টাকা না দেয়ায় পা ভেঙে দেয়া হলো স্ত্রীর)

মাদক কেনা বেচা করেন স্বামী
বউয়ের কাছে নগদ টাকা চান
দিনে দিনে হলেন বিপথগামী
সমাজে তার যাচ্ছে ডুবে মান।

বউকে বলেন যা তোর বাপের বাড়ি
ফিরবি নাকো পয়সা ছাড়া আর
খালি হাতে আসলে খাবি ঝাড়ি
চামড়া ঠিকই তুলে নেবো গা’র।

খাসনি বোধ হয় আমার হাতে ঘা
মারলে দেখিস ঠা-া হয়ে যাবি
নড়লে বেশি ভাঙবো দুটো পা
পঙ্গু হয়ে বসে বসে খাবি।

মাদক খাবো বেচবে মাদক তাই
বাঁচবি যদি টাকা এনে দেরে
আমার হাতে নগদ টাকা চাই
নইলে তোকে ফেলবো ঠিকই মেরে।

এরাই হলো স্বামী;
এমন লোকের সঙ্গে থাকা
খুব বেশি বোকামি।
-আহাদ আলী মোল্লা
২৩.০১.২০১৭

Comments (0)
Add Comment