টিপ্পনী

:
খবর: (তেলের দাম নিয়ে দুই মন্ত্রীর দুই কথা)

একজনা কয় কমছে এবার
একজনা কয় বাড়ছে,
আমজনতার উসখুস ভাব
আড়ামোড়া ছাড়ছে।

তেলের বাজার বাড়ে কমে
কার ভুঁড়িতে কী মেদ জমে
সব কিছু পাই টের,
হাছা কথা কওয়া মানেই
খবর আতঙ্কের।

কমবে না তো ভালো কথা
আগেই কেন বলেন-
¯্রােত চলে যায় সামনে পানে
পেছন দিকে চলেন।

এই হলো গো দশা;
আমরা সবাই ছাপোষা লোক
মারছি মাছি-মশা।

বড় মাথার চিন্তাগুলো
নিচ্ছি নাকো মাথায়
আমরা শুধু দেখেই খালাস
করছে ওরা যা তাই।

-আহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment