টিপ্পনী

খবর:(আলমডাঙ্গা দমকল বাহিনীর টুটুলের বিরুদ্ধে গ্যাস সিলিন্ডার পাচারের অভিযোগ)

সরকারি যতো মাল
দরিয়ামে ঢাল ঢাল
সবখানে এই দশা
চোখে পড়ে আজ-কাল।

দোষীদের হাত বড়ো
মামু-খালু হয় জড়ো
বেশি কিছু বললেই
শুরু করে গোলমাল।

কোনখানে বলো নেই
চারিধারে আছে এই
মেরে খাওয়া ধরে খাওয়া
আপদের জঞ্জাল।

কিন্তু কি জানো নাকি
নেই কোনো ঢাকাঢাকি
ক্ষেঁপে গেলে ধরে বসে
কী বিশাল তরোয়াল।

আর কতো সয় বলো
এইবার সাথে চলো
সব পাজি বদমাশ
চোর ধরে ঝাড়ি ঝাল।
-আহাদ আলী মোল্লা।

Comments (0)
Add Comment