টিপ্পনী

খবর:(জীবননগরে প্রকাশ্যে কেটে দেয়া হলো ১২০ আমগাছ)

কার ওপরে রাগ করেছো
মারলে কাকে কিল,
রাগের সাথে কাজে তোমার
কোথায় বলো মিল!

বেশতো কথা রাগলে তুমি
ক্ষোভে না হয় জাগলে তুমি
কাটলে কেন গাছ,
ছিপের ওপর কামড় দিলে
পাওনি বলে মাছ?

আরে নাদান গবরগণেশ
ঠক বেজুতের ধাড়ি,
এবার যদি চড় দিয়ে কেউ
দেয় ফেলে তোর মাড়ি

পাসনি ঘা তো হাতের;
বুঝবিনে তাই সাত জনমে
মর্যাদা কী দাঁতের।

কেমন ঠেলা পারলে দুটো
লাগিয়ে দেখিস গাছ
যাবে হাতের পাঁচ
বুঝলি কি আলকাচ?

Ñআহাদ আলী মোল্লা

Comments (0)
Add Comment